নিজস্ব প্রতিবেদক :: সিলেটের ওসমানীনগরে ব্যাটারিচালিত টমটম চালককে মারধর করে অজ্ঞান অবস্থায় খাদে ফেলে টমটম ছিনতাই করে নিয়েছে ছিনতাইকারীরা। আহত টমটম চালকের নাম আব্দুল মালিক (৩৫)। সে উপজেলার উছমানপুর ইউনিয়নের বেরাখাল গ্রামের আতিক উল্লাহ’র ছেলে। জানা যায়, গত ২৪ অক্টোবর রাত সাড়ে ৮টায় উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি গ্রামের ইছমাইল আলী ও পংকি মেম্বারের বাড়ির পার্শ্বে টমটম চালক আব্দুল মালিককে মারধর করে অজ্ঞান অবস্থায় রাস্তার পার্শ্বে খাদে ফেলে টমটম ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্য সাইস্তা মিয়া ওসমানীনগর থানা পুলিশ ও স্থানীয় তাজপুর ফায়ার সার্ভিসে খবর দিলে তাজপুর ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে ওসমানীনগর থানা পুলিশের এসআই স্বাধীন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যপারে ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ শ্যামল বণিক বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ওসমানীনগরে চালককে অজ্ঞান করে খাদে ফেলে টমটম ছিনতাই
25 অক্টোবর 2021, 7:31 অপরাহ্ন |
পোস্টটি 158 বার পড়া হয়েছে
