নিজস্ব প্রতিবেদক :: সিলেটে ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৪৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। সোমবার সকালে ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে। ওইদিন দুপুরে মাছটি সিলেটের একটি মৎস্য আড়তে বিক্রি করা হয়। উপজেলার পিঠাইটিকর গ্রামের রুমন মিয়া, আহমদ মিয়া ও জলিল মিয়ার জালে মাছটি ধরা পড়ে। একই গ্রামের মাছ ব্যবসায়ী সায়েক আহমদ মাছটি ক্রয় করেন। ফেঞ্চুগঞ্জের ইউপি চেয়ারম্যান আহমেদ জিলুর কাছে ৪৯ হাজার টাকা দামে তিনি মাছটি বিক্রি করেন। সোমবার সকালে ফেঞ্চুগঞ্জ পূর্ব বাজার গিয়ে দেখা যায়, বাজারে বাঘাইড় মাছটি বিক্রির জন্য তোলার খবর শুনে উৎসুক মানুষের ভিড় জমেছে। এ সময় অনেককে মোবাইল ফোনে মাছটির ছবি তুলতে দেখা যায়।
সিলেটে জেলের জালে ৪৭ কেজির বাঘাইড়, ৪৯ হাজার টাকায় বিক্রি
27 সেপ্টেম্বর 2021, 11:57 অপরাহ্ন |
পোস্টটি 150 বার পড়া হয়েছে
