নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে বিষপানে এক মানসিক রোগীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার সময় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে টুটুল মিয়া (৩৫) নামে এক মানসিক রোগীর মৃত্যু হয়। রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত তাহির মিয়ার ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সবার অজান্তে গত ৩০ মে সকাল ১০টায় বিষপান করলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে দুইদিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।