নিজস্ব প্রতিবেদক :: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৯ নং বাউসা ইউনিয়নের দেবপাড়া (বাঁশডর) গ্রামের সাধু মিয়ার মার্কেটে অজয় আচার্য্যের অর্পণ ক্লিনিকে গতরাতে অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায় ফার্মেসীর সব মালামাল। এতে প্রায় ১০/১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জানাগেছে, গভীর রাতে ওই ফার্মেসীতে দুষ্কৃতকারীদের আগুনে অজয় ডাক্তারের ফার্মেসীর সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সম্রাট ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


নবীগঞ্জ অগ্নিকান্ডে পুড়ে ছাই একটি ফার্মেসী
26 মার্চ 2021, 11:26 পূর্বাহ্ন |
পোস্টটি 142 বার পড়া হয়েছে
