জেএসবি টুয়েন্টিফোর :: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস চট্টগ্রাম জোনের নির্ধারিত সহযোগী সদস্যদের নিয়ে ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগর মজলিস মিলনায়তনে জোনাল কর্মশালা অনুষ্ঠিত হয়। জোন পরিচালক ও কেন্দ্রীয় প্রকাশনা ও প্রচার সম্পাদক বিলাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ২ দিনব্যাপী উক্ত কর্মশালায় প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের সম্মানিত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ মনির হোসাইন। কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইনের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রাক্তন সেক্রেটারি জেনারেল অধ্যাপক এম মোর্শেদ আলম, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি অধ্যাপক খুরশিদ আলম, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ ইয়াসির আরাফাত অধ্যাপক এম ইউ আহমেদ, সাবেক উত্তর জেলা সভাপতি মুফতি জমির উদ্দীন, শ্রমিক মজলিস মহানগর সভাপতি মাওলানা ইয়াহইয়া, খেলাফত মজলিস ডবলমুরিং থানা সভাপতি মাওলানা মাহমুদ।
শাখা দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মুহাম্মদ তাজিম উদ্দিন, বান্দরবান জেলা সভাপতি মুহাম্মদ নাজমুল হক, মহানগরী বায়তুলমাল সম্পাদক তাওফিক বিন হারিস, হাটহাজারী মাদ্রাসা সভাপতি মুহাম্মদ শফি কামরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সভাপতি ইমরান আহমদ, দক্ষিণ জেলা সেক্রেটারি মুহাম্মদ শাহাদাত হোসাইন, উত্তর জেলা সেক্রেটারি মুহাম্মদ এরশাদ, প্রমুখ।