সিলেটের ওসমানীনগর উপজেলার নিজ মান্দারুকা মাঠে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২২ জানুয়ারী শুক্রবার অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহন করবে নুনু ফুটবল একাডেমী বনাম বিয়ানীবাজার ফুটবল একাদশ ফাইনাল খেলায় দেশ বিদেশের অসংখ্য তারকা ফুটবলারবৃন্দ অংশগ্রহন করবেন।
শুভেচ্ছা জানিয়েছেন পিএম জুবের, জাকের আহমদ জুনেদ, মুহিন খান, নাজমুল হোসাইন, আরিফুর রহমান, হেলাল আহমদ, ইকবাল আহমদ সেজন, শোভন আলী, ইমরান উদ্দিন রাহীম, মোঃ কামরুল ইসলাম, হাবীব, সাকিন, পাপ্পু, সুযেব, রাজু, জাকের আহমদ, আব্দুর রহমান, খালেদ আহমদ, নজরুর ইসলাম, রুজেল, সাইফুল সয়েফ, মুমিন, জাহানঙ্গীর আলম, জুবের আহমদ সুমন, ফারুক আহমদ রনি প্রমুখ। সিলেট, মদিনা মাকেট কিং গ্রুপের পক্ষ থেকে সবাইকে খেলা উপভোগ করার আমন্ত্রন রইল। বিজ্ঞপ্তি