নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের জুড়ীতে উৎসর্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ডাকঘর এলাকায় অবস্থিত ইত্তেফাকের জুড়ী অফিসে অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাছুম রেজা, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংবাদিক সিরাজুল ইসলাম রিপন, ফাউন্ডেশনের জেলা শাখার সহ সম্পাদক সাদিকুর রহমান, সন্তোষ দাস প্রমুখ।