খেলাফত মজলিস সুনামগঞ্জের ছাতক পৌর শাখার উদ্যোগে মঙ্গলবার (২৪ নভেম্বর) বাদ আসর জরুরি দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়। ইসলামপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীল দের নিয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলার সহ-সভাপতি ইন্জিনিয়ার আনোয়ারুল ইসলাম,
জেলা সেক্রেটারি মাওলানা খলিল আহমদ,
জেলা সহ-সেক্রেটারি মাওলানা আকিক হোসাইন,
পৌর শাখার সহ-সভাপতি মাওলানা জহির আহমেদ,
পৌর সাধারণ সম্পাদক ফারুক আহমেদ জাবেদ,
ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলার সেক্রেটারি ইসমাইল হোসেন মুবিন।
এসময় অন্যান্যদের মধ্যে হাফিজ নূরে আলম, হাফিজ সিদ্দিক আহমেদ, মাওঃ ফখরুল আমিন, মাওঃ এমদাদুল হক, মাওলানা আমিরুল হক, মাওলানা জুনাইদ আহমেদ, মাওঃ জামিল আহমেদ দুলাল, মোঃ দৌলত হোসেন, মোহাম্মদ আবদুল হামিদ, মোঃ ইফতেখার হোসেন প্রমুখ। সভায় আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামপুর ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণের নীতি গত সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। বিজ্ঞপ্তি