&১৯৯৪ সালে মুজাহিদে মিল্লাত প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান রহঃ ৩৬০ আউলিয়ার স্মৃতিধন্য সিলেট হতে নাস্তিক মুর্তাদ বিরুধী গণআন্দোলনের সুচনা করেছিলেন, ২০১৩ সালে ১২ আউলিয়ার স্মৃতি ধন্য চট্রগ্রাম হতে শুরু হওয়া নাস্তিক মুর্তাদদের বিরুদ্ধে হেফাজত ছিল এক মহাজনবিস্ফোরণ।
& আল্লামা শাহ আহমাদ শাফী রহঃ এর খুলুসিয়াত ও শেষ রাতের কান্নার ফসল।
& সাম্রাজ্যবাদী শক্তির মাথা ব্যাথার কারণ।
& বিশ্ব মিডিয়ায় এক মহাশক্তির আর্বিভাবের স্বীকৃতি।
& স্বাধীনতা সংগ্রামের পর এদেশের তৃণমুল নাড়িয়ে দেয়া অদ্বিতীয় আন্দোলন।
& দেশের মুসলমানদের চেতনার বারুদ।
& স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার মাইল ফলক।
& ইসলাম দ্রোহী শক্তির ত্রাস।
& তাসলিমা সহ নাস্তিকদের গাত্রদাহ।
& আলেম উলামার মর্যাদার মুকুট।
& প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সিলেবাসভুক্ত বই থেকে ঈমানী চেতনা বিরুধী পাঠ বিলোপ।
& শাহবাগী আস্তানার মুলাৎপাঠন।
& কওমী মাদরাসার স্বীকৃতি।
& আল্লামা বাবুনগরী দাঃ বাঃ এর ত্যাগ কুরবানি ও আপোষহীনতা,প্রজন্মের প্রেরণা।
& আল্লামা নুর হুসাইন কাসেমী দাঃ বাঃ এর মত উদার মানসিকতার বিদগ্ধ আলেমের নেতৃত্বের প্রকাশ।
& আল্লামা মামুনুল হকের মত ইসলামী চেতনার এক সিংহ শার্দুলের বজ্রকন্ঠের বিস্ফোরণ।
& মাওলানা শাখাওয়াত হুসেন রাজীর মত নাস্তিকদের গলা টিপে ধরা আলোচকের প্রতিভার বিকাশ।
& মিডিয়ায় উপেক্ষিত আলেম উলামার গুরুত্ব লাভ।
প্রত্যাশা,,,,
& আর কোন অদুরদর্শী শাপলা চাইনা।
শাপলা মানে
& আমার ভাইদের শাহাদাত।
& আলেম উলামার রক্তে রঞ্জিত ঢাকার রাজপথ।
& বিশ্বাস ঘাতকদের রঙ্গমঞ্চ।
& মাদরাসা ছাত্রদের অমানবিক লাঞ্চনা।
& আলেম উলামার বিরুদ্ধে হাজারো মামলা
& পুলিশী নির্যাতন।
& মুখলেস নিরীহ আলেম আল্লামা বাবুনগরী কে গ্রেফতার করিয়ে বিশ্বাস ঘাতকদের ভোগবিলাস।
&হযরত মাওলানা মুফতি ওয়াক্কাস, মাওলানা মামুনুল হক, মাওলানা শাখাওয়াত হুসেইন রাজি সহ অসংখ্য আলেমের কারাবাস।
এক কথায় শাপলা ছিল বাংলাদেশের ইতিহাসে একটি ওহুদ, ভবিষ্যতে আমরা আর ওহুদ চাইনা, সুচিন্তিত বিজয়ী বদর, খান্দাক, ফতহে মক্কা চাই।
আর শাপলার হুংকার নয়, আগামীর ডাক হোক সুসংবাদ প্রাপ্ত গাজওয়া হিন্দের।
এজন্য প্রয়োজন ত্যাগী মুখলেস সাহসী নেতৃত্ব।
হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ বর্তমান প্রজন্মের মনের আকাংখা অনুধাবন করে ফয়সালা গ্রহণ করবেন এটাই প্রত্যাশা। এদেশের মানুষের ঈমানী চেতনার মশাল হয়ে হেফাজত বেচে থাকুক যুগযুগান্তর, মহান আল্লাহর দরবারে এই ফরিয়াদ। লেখক, মুহাদ্দিস ও কলামিস্ট।