জেএসবি টুয়েন্টিফোর :: সিলেট জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোয়াইনঘাটের জাফলং থেকে ৫০ ইয়াবাসহ সুমন মিয়া (২৪) নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১ টায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলমের তত্ত্বাবধানে এসআই নিতাই লাল রায়সহ একদল পুলিশ উপজেলার রহমতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। সে হবিগঞ্জ জেলার বানিয়াচং থানাধীন কাগাপাশা গ্রামের ইছাক আলীর ছেলে। বর্তমানে দীর্ঘদিন ধরে জাফলং গুচ্ছ গ্রাম এলাকায় বসবাস করে।
এ ঘটনায় এসআই নিতাই লাল রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেছেন। ইতোপূর্বে সে একাধিকবার মাদকসহ পুলিশের হাতে গ্রেপ্তার হয়ছিলো বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো. লুৎফর রহমান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন আহমেদ পিপিএম। সিলেট জেলায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে।