jagannathpurpotrika-latest news

আজ, ,

সর্বশেষ সংবাদ

জ্ঞানের মূল : কাজী জমিরুল ইসলাম মমতাজ

ঝাকানাকা বাবরী চুল,
কথায় কথায় নাড়ে দুল,
ভাব দেখিয়ে করে গন্ডগোল।

 
বয়সের সাথে জ্ঞানের মূল,
জ্ঞান দেখাতে গিয়ে বাড়ে শোল,
এটাকি নীতির ঝুল।

 
শ্রদ্ধা ও প্রেম দুটুই মূল,
স্বজন প্রীতিতে নেয় উসুল,
এটাই কি নেতার তুল তুল।

 
কথায় মানুষ হয় ফুল,
কাজে কর্মে হীনমন্যতার রোল,
ভালো হয়ে যাও থাকো নির্ভূল।

 
মানুষ মানুষকে মনে করে পুতুল,
পুতুল নাচাতে গিয়ে হয় ব্যাকুল,
জীবনকে শুদ্ধ করে হও মশগুল।

 
লেখকঃ কাজী ও সাংবাদিক।