কি আজব কারবার,
বিভিন্ন দায় দায়িত্বে থাকার পরও দেখেছি বারবার,
নিজের জন্যও ঠিকমত কিছু নাই করার,
পরের সমালোচনা নিয়ে ব্যস্থতায় পার।
নিজের জন্যও ঠিকমত কিছু নাই করার,
তবে কেন ব্যস্থ থাক অন্যের সমালোচনা নিয়ে বারবার, সৃষ্টিকুলকে ভেবে দেখ একবার,
মরিলে থাকেনি কোন কিছু আর,
থাকে শুধু নিজের কাজ কারবার।
অন্যের সমালোচনার আগে ভাব নিজে একবার,
কয়দিনের দুনিয়াতে কি করেছি ইছতেগফার,
মানুষ নামের মানুষের রুপ ধর ইতিহাস গড়ার।
লেখক: সভাপতি, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব।