jagannathpurpotrika-latest news

আজ, ,

সর্বশেষ সংবাদ
«» জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে ৩৫টি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত «» ছাত্র মজলিসের উদ্যােগে ঈদ পুনর্মিলনী সম্পন্ন «» বিয়ানীবাজারে এবার আরো দু’জনের করোনা শনাক্ত «» বিশ্বনাথে বাড়ির ছাদে গাঁজা চাষ, যুবক আটক «» বিশ্বনাথে কর্মস্থলে আসার পথিমধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মাদ্রাসা শিক্ষক «» শ্রীমঙ্গলে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী মুক্তিযোদ্ধা বিকাশ দত্ত’র সৎকার করেছে একরামুল মুসলিমীন টিম «» ছাতকে নদী ভাঙ্গন পরিদর্শনে ইউপি চেয়ারম্যান মোজাহিদ আলী «» জুড়ীতে করোনায় একজনের মৃত্যু, সেবা করতে গিয়ে অারেকজন আক্রান্ত «» শ্রীমঙ্গলে করোনায় কাউন্সিল আব্দুল আহাদের মৃত্যু, দাফন-কাফন করেছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন «» সুনামগঞ্জে এডিশনাল এসপি জয়নাল আবেদিনের করোনা রিপোট নেগেটিভ জেলাবাসী স্বস্তিসিলেট থেকে নারীর টানে বাড়ির পথে মানুষ

নিজস্ব প্রতিবেদক :: সোমবার দুপুর ১২টা। সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্ট থেকে শুরু করে আশপাশ এলাকা মানুষের পদচারণায় গমগম করছিল। সড়কে ছিল যানবাহনের চাপ।

আজ মঙ্গলবার দুপুর ১২টা। জিন্দাবাজার পয়েন্ট ও আশপাশ এলাকা অনেকটাই ফাঁকা। সড়কে যানবাহনের চাপ নেই। বিপণিবিতানে ক্রেতাদের আনাগোনাও কম।

পবিত্র ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে বর্তমানে ফাঁকা হতে শুরু করেছে সিলেট নগরী। পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে নগরী ছেড়ে গ্রামের বাড়িতে পাড়ি জমাচ্ছে মানুষ।

মধ্যপ্রাচ্যসহ ইউরোপ-আমেরিকার বিভিন্ন দেশে আজ মঙ্গলবার ঈদ উদযাপিত হচ্ছে। আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বুধবার বাংলাদেশে ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

ঈদের আগে গতকাল সোমবার ছিল শেষ কর্মদিবস। এ দিন বিকালে অফিস-আদালতে কাজ শেষে অনেকেই সন্ধ্যার পর নিজের বাড়িতে রওয়ানা দেন। ফলে সোমবার থেকেই সিলেট নগরীতে মানুষের চাপ কমতে থাকে।

যারা গতকাল বাড়ি যাননি, তারা আজ মঙ্গলবার সকাল থেকে বাড়ির পথে রওয়ানা দিচ্ছেন। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এসব যাত্রীদের অনেকেই বাড়ি যাওয়ার জন্য আগেভাগেই টিকেট কেটে রেখেছিলেন। এছাড়া যারা আগে থেকে ট্রেনের টিকেট কেটে রেখেছিলেন, তাদের ভিড় রয়েছে সিলেট রেল স্টেশনে।

আজ বিকালের আগেই সিলেট নগরী প্রায় ফাঁকা হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, ফাঁকা নগরীতে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পরিকল্পনা সাজিয়েছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

এ  জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।