jagannathpurpotrika-latest news

আজ, ,

সর্বশেষ সংবাদ
«» ছাতকে ইউপি চেয়ারম্যানের নির্দেশে সংখ্যালঘু পরিবার গৃহবন্দি «» ওসমানীনগরে মজলিসের সভায় বিশ্ব নেতৃত্ব দিবে অাজকের নির্যাতিত মুসলিম জাতীর নতুন প্রজন্মের সৈনিকরা- ছাত্রনেতা শাহাবুদ্দিন «» চিরকুট লিখে কলেজ ছাত্রীর আত্মহত্যা «» নবীগঞ্জে প্রেমিক- প্রেমিকার বিয়ে! «» ওসমানীনগরে কনফিডেন্স কোচিং সেন্টারের উদ্যোগে গুনিজন সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত «» যারা কাশ্মীর কে ভারতের অংশ বলে, তারা ইতিহাস জানে না- নূর হুসাইন কাসেমী «» জগন্নাথপুরে সরকারি গাছ কাটা নিয়ে নির্দোষ দাবি যুবলীগ নেতার «» বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি! «» জগন্নাথপুরে দ্বিতীয় পাঠশালার উদ্বোধনে সমাজ থেকে নিরক্ষরতা মুক্ত করণে সবাইকে এগিয়ে আসতে হবে- ইউএনও মাসুম «» ওসমানীনগর খেলাফত মজলিসের ঈদ পুণর্মিলনী সম্পন্নবিদ্যুৎ বিড়ম্বনায় রাস্তায় নেমে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :: রোজার শুরুটা হয় লোডশেডিং দিয়ে। সোমবার (৬মে) মে প্রথম তারাবি, প্রথম সেহরী খাওয়ার সময় বিদ্যুতের ভেলকিবাজির শিকার হন সিলেটবাসী।

এর পর থেকে প্রতিদিনই ইফতার, তারাবি আর সেহরীর সময় বিদ্যুৎ বিড়ম্বনায় অতিষ্ট হয়ে অবশেষে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সিলেট সদর উপজেলাবাসী।
বৃহস্পতিবার (৯ মে) সন্ধ্যা সাতটার দিকে সিলেট সদর উপজেলার বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়। প্রায় এক ঘন্টা পর সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।
সিলেট সদর উপজেলার খাদিমনগর নালিয়া পয়েন্ট, ভাটা, বিমানবন্দর সড়ক, উপরপাড়া, আখালিয়া নয়াবাজারসহ কয়েকটি আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন ফলে এসব এলাকায় অসংখ্য যানবাহন আটকা পড়ে।

বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজন জানান, রমজান মাস আসার আগ থেকেই অবিরাম লোডশেডিং হচ্ছে। সেহরি ও তারাবিহ’র নামাজের সময় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। গত দুইদিন মোমবাতি জ্বালিয়ে সেহরি সেরেছেন তারা।

বিক্ষোভকারীরা সহনীয় পর্যায়ে লোডশেডিং এবং সেহরি ও তারাবিহ’র নামাজের সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা গোয়াবাড়ি এলাকায় বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষের একটি গাড়ি আটকে রাখেন। এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।